চোখ ও বুক
দীপক মান্না
চোখের ভিতর আর এক চোখ থাকে
সে চোখকে ঘুমিয়ে থাকতে নেই
সে চোখ অন্ধ হলে বিষ বৃক্ষের জন্ম হয়;
আড়ালে গজিয়ে ওঠে বিষাক্ত আগাছা।
কেউ কেউ তাতে সার দেয়, জল দেয়
আলো বাতাসে সজীব করে তোলে।
বুকের ভিতরও আর একটি বুক থাকে
সেখানের মাটি খটখটে শুকনো হতে নেই;
শুকনো হলে ক্যাকটাস জন্ম নেবে,
কাঁটায় ক্ষতবিক্ষত হবে মাটির শরীর।
সেখানে মাঝে মাঝে তুমুল বৃষ্টিপাতের প্রয়োজন ;
তবেই সেই মাটিতে জন্ম নেবে মূল্যবোধের চারা।


চমৎকার!
বাঃ। গীতিকার সেই নিদ্রাবিহীন অর্জুন কে সম্বোধন করছেনা গুড়াকেশ বলে।