ভ্যানিশ
মৌমিতা রাবেয়া
বাঁচার জন্য মেয়েটা ছটফট করছে,
জন্তুটা ক্রমশ আঁচড়াচ্ছে কামড়াচ্ছে!
গায়ের থেকে মাংস খুবলে খাচ্ছে।
বাঁচার জন্য মেয়েটা প্রাণপণ হাত পা ছুঁড়ছে।
স্কুলের বেঞ্চে নামটা লিখেছিল মেয়েটা
আজ কি এসেছিল ছেলেটা?
ক্লাসে অমনোযোগী পেটে খিদে,
সাইকেল নিয়ে আসে রোজ স্কুল মাঠে।
হায়নাটা বাড়িতে দিল হানা,
খিদের আগুনে টাকা ছুঁড়ে-
মায়ের আঁচল বড্ড ছোট
বাপের দেনার থেকে।
খুঁটিতে বাঁধা মেয়েটা
মাংসের লোভে নিয়ে গেল টেনে
হাত-পা মুখ বেঁধে জঙ্গলে।
মাংস বড় ভালোবাসে দুষ্টু লোকটা।
সোনার কেল্লা – কেল্লা ফতে।
দুষ্টু লোকেরা থাকে দুধে ভাতে।
রক্তাক্ত মেয়েটা ভ্যানিশ !
ভ্যানিশ ক্লাস নাইনের মেয়ে।