কবিতাঃ সুনীতি – অনিন্দ্য গোস্বামী

সুনীতি
অনিন্দ্য গোস্বামী

পৃথিবীর ধারে, সুনীতি ঘুমায় বিকেলের সাথে
অভিলাষ থেকে বহুদূর – অবহেলা দেশে
সাধারণ সাগরের জলে ভেসে থাকে, তার সাথে
মশগুল সব ঢেউ তবু-
বেঁচে থাকে বড়ো একা ভরসার সাথী নিয়ে।

6 thoughts on “কবিতাঃ সুনীতি – অনিন্দ্য গোস্বামী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *