সুনীতি
অনিন্দ্য গোস্বামী
পৃথিবীর ধারে, সুনীতি ঘুমায় বিকেলের সাথে
অভিলাষ থেকে বহুদূর – অবহেলা দেশে
সাধারণ সাগরের জলে ভেসে থাকে, তার সাথে
মশগুল সব ঢেউ তবু-
বেঁচে থাকে বড়ো একা ভরসার সাথী নিয়ে।
সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
পৃথিবীর ধারে, সুনীতি ঘুমায় বিকেলের সাথে
অভিলাষ থেকে বহুদূর – অবহেলা দেশে
সাধারণ সাগরের জলে ভেসে থাকে, তার সাথে
মশগুল সব ঢেউ তবু-
বেঁচে থাকে বড়ো একা ভরসার সাথী নিয়ে।
খুব গভীর ।সুন্দর ।
অনেক ধন্যবাদ।
অনবদ্য।
অনেক ধন্যবাদ।
অসাধারণ…
অনেক ধন্যবাদ।