কবিতাঃ দ্রষ্টা – সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়

দ্রষ্টা
সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়

কান্না রাখতে চেয়েছি তারপরই নিভে গেছে বাতি
রাতের শহর ভিজেছে লাল রঙ ঠোঁটে
আভাঙা অনুভূতি এঁকেছে জেব্রা ক্রসিং

ফুরিয়ে আসা সময়ের আগেই লিখতে হবে সবটা
চাঁদের দিকে হাহাকারে রূপালি অক্ষর
একবার ছুঁয়ে দিতে পরত খুলতে দেয় অবৈধতা

তারপর ঘুম নিঃশব্দে এসে বসে চোখের উপর
মৃত্যু এসে ছুঁয়ে ফেলে জন্মের ঠোঁট
সমস্ত উপকথা মিশে যায় আদ্রতায়

আজ ফকিরা কলম রাখবে দ্রষ্টা-চোখ।।

আলেফ হে দাল ছিল যখন
কিছু পয়দা হয় নাই তখন
মিমের চাদর উড়িয়ে আপন
খেলছে সদাই জাহান পর।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *