জ্যোৎস্না খসা আলো
দী প ক মা ন্না
সব স্বপ্নের গায়ে লেগে গেছে
জীবানুর আহ্লাদী আদর
সব কল্পনার ডানায় ছড়িয়ে পড়েছে
রংচটা সময়ের কিরণ।
আগামীর ডিঙিতে হাল ধরে বসে আছে
বৈকুন্ঠের মহারাজ।
তবু রামধনুর সাথে হোলি খেলি রোজ
কালো মেঘের সুরমা লাগিয়ে দু চোখে
খুঁজি অনন্ত গভীরে হারিয়ে যাওয়া পথ
যে পথের কালো পিচে লেগে আছে
জ্যোৎস্নাখসা এক কণা আলো।
সেদিন মন খারাপের বিকেল গুলো
ভেসে বেড়াবে আপন মনে
আলোর মালায় উঠবে সেজে
অস্ফুট স্মৃতির পংক্তিরা
আমি থাকি কিংবা না থাকি।