দুষ্ট জন্ম,নষ্ট জন্ম
জয়ন্ত চট্টোপাধ্যায়
উলুবেড়ের বুক বেয়ে দুর্গন্ধের স্রোতে আপনি কিছু বাধ্য মানুষের কথা ভাবেন
কয়েকটা যুগ যাপনেও আপনার ইচ্ছাপূরণ কর্তার নাগাল মেলে না
অনিচ্ছুক দেহে সুখের ভগ্নাংশ মেপে দরদস্তুরের ব্যাবহারিক গণিতে
দক্ষতা বা শ্লাঘা কোনোটাই ধরা যায় না
রাক্ষসী জলের কাছে খিদের কথা বলে আর কতকাল কালো মেয়েটি
সংসারের ভাঙা স্বপ্নে নিজেকে অদক্ষ হাতে কুপিয়েই যাবে? প্রশ্ন রাখার
মুখ নেই কমপ্লেন্ট বক্স নেই রাতের আলোয় ডিসেকশন টেবিলে খণ্ডদেশ
অজস্র মানচিত্রের বিতর্কে ঘুমিয়ে পড়ে অশ্লীল শব্দের দুর্গন্ধ
তারপর যে ভোর তা কোনো সুন্দরের ছবি আঁকে না হন্তারক বীর্য
আরো কিছু হন্তারক টেনে আনে