কবিতাঃ ঘরবন্দীর কবিতা ১১ – দয়াময় পোদ্দার

ঘরবন্দীর কবিতা-১১
দয়াময় পোদ্দার

তাদেরকে দেখলে এখন
ভেজা কাকপাখি মনে হয়।
সুচতুর চোষণের নুন
মৃত্যু মেখে খায়।
পরিপাটি কালো পালকের নিচে
অনাবৃত লোভী লোম,
লালিত স্বপ্নেরা যেন ছেড়ে গেছে
চোখে-মুখে, চুলে,
বুকের নিচে উদগ্র মাংসপিন্ড
লালচে-নীলাভ
শুধু খাদকের বেঁচে থাকায় বেঁচেছে।
সেসব মানুষদের আমি হেঁটে যেতে দেখি
আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে।
উদভ্রান্ত সন্ধ্যামুখ
কথা, দৃশ্যত : ফসিল শব!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *