ঘুরে বসা পল অনুপলে
অনুপম দাশশর্মা
লেখা ছুঁয়ে গেলেই ভিজে ওঠে চিকচিকে
চোখের পাতা, অবাক উড়ানে
দেখি, ঈষৎ নীলাভ দ্যুতি
শুকিয়ে দিচ্ছে ক্ষত নির্বাক শালিখের
উড়ন্ত উচ্ছ্বলতায়
অভিমানী যতো বিষাদের পাতা দূর হতে
বয়ে আনে অনুমোদিত সবুজ আভা
অস্থিরতা নেমে আসে
ঢালু আলের রেখা ধরে
এরপর স্থাবর মোহ আবছা আয়না
অতিকায় হয়ে উঠতে থাকে
সৃষ্টির ভ্রূণ
আমিও তখন সুশোভিত হতে থাকি, ভাসতে থাকি
মথিত দিবালোকে, একক প্রহরে
অক্ষরে জ্বলে ওঠে আলো
ধূম লাগে আমার শূন্যতার নির্জন প্রহরে
দারুণ সুন্দর ।
অনেক ধন্যবাদ আপনাকে
দারুণ…
অপূর্ব! শব্দ আর ছন্দের অনবদ্য মেলবন্ধন।