যে কথা তোমায় বলা হয়নি
কৌস্তভ বন্দ্যোপাধ্যায়
যে কথা তোমায় বলা হয়নি কোনদিন,
সেকথা কি বলার কোন প্রয়োজন ছিল?
চাঁদের জ্যোৎস্নাই জানিয়ে দেয় আজ পূর্ণিমা।
তাকে কি বলে দিতে হয়?
পাখির ডাক আর আকাশের রং
জানিয়ে দেয় ভোর হয়ে এল।।
জৈষ্ঠ্যের বিকেলে বাসন্তী শাড়িতে এসেছিলে তুমি,
বসন্তের আবেশ শরীরে মেখে।
তোমার স্নিগ্ধতায় গ্রীষ্ণের উষ্ণতা
যেন শীতল হয়ে গেল।।
দুজনে চলেছি অনেকটা পথ, তবু বলা হয়নি কোনদিন।
সেকথা কি বলার কোন প্রয়োজন ছিল?