আদর্শ সময়
শ্রাবণী বসু
অর্ধেকটা পৃথিবী বারুদে ঢেকে গেছে
পথ করে হাঁটা মুশকিল । তবুও ঘুরে দাঁড়াতেই হবে।
গন্ধক সরিয়ে রাস্তা করে নেবো ঠিক —
আমাদের গন্তব্য যেহেতু স্থির — পৌঁছে আমরা যাবোই..
যেখানে পদ্মপাতায় শিশির খেলা করে
ছোটোরা রূপকথাকে কোলবালিশ করে ঘুমায়।
আমার স্থির বিশ্বাস এখনো মানুষ বেঁচে আছে
মাটির গন্ধ বিছানার পাশে রেখে নিদ্রা যায় অনেকেই।
এই তো প্রার্থনায় বসার আদর্শ সময়
দেরি কেন, পরোহিত ব্রতে পুরোহিত হয়ে
পূজার আসনে গিয়ে বসি চলো।