শরতের পদ্য
রাহুল রায়চৌধুরী
রাতজাগা পঙক্তিমালা লিখে রাখে শহরের দীর্ঘশ্বাস
দীর্ঘ সহবাস শেষে
বৃষ্টি নামে । অকৃপণ শরতের রোদে রক্তাক্ত হয়ে ওঠে স্মৃতি ও আবেগ ।
শঙ্কা ও সঙ্কোচ
এক অদম্য মেলবন্ধন বৈ তো নয় ;
তবু ঘাসপথ হয়ে ওঠে ওদের মসৃণ যাতায়াতে ।
পৃথিবীতে অসুখ আছে, সুখও আছে
তারই মধ্যে প্রবলভাবে রয়ে গিয়েছে মানুষের অস্তিত্বসংগ্রাম । ভালবাসাও ।
যারা অংক কষে, দূরত্ব বাড়িয়ে নেয় আচমকাই
বিজয়ীর মুকুট শোভা পায় তাদের মাথায় …