অদেখা আলো
মহাজিস মণ্ডল
সন্ধ্যার গহীনে চলে যাচ্ছি
অবান্তর শব্দগুলো পেরিয়ে
আর এক জীবনের সম্মুখে।
কথার কাশফুল ছড়িয়ে আছে চারপাশে
সবুজপাতার পাখিরা উড়ে যাচ্ছে
অসীম আকাশের ভিতর আর এক আকাশে।
জলসাঁকোর স্বপ্নগুলো দুরন্ত নৌকার মতন
অবিশ্রান্ত বৃষ্টির সীমারেখা বরাবর
সাজিয়ে রাখে বিস্তৃত গল্পকথা
পৃথিবীর সমস্ত অদেখা আলোর জন্য…