থাক্ না ছুঁয়ে
মধুমিতা ধর
পাশবালিশে জড়িয়ে আঁচল আলটুসি ঘুম
স্বপ্ন মায়ার
আবেশ টুকু
থাক্ না ছুঁয়ে
পেরিয়ে যাওয়া মুহূর্তরা,রাত নিঃঝুম।।
বুকের মাঝে ঝাঁপিয়ে আসা বৃষ্টি সোহাগ
রাতের কোলে
আগলে রাখা
ঠোঁটের আদর
মিঠে আলোর গন্ধ মাখা তুমুল বেহাগ।।
অপেক্ষাতে রাত নেমেছে ঘোর আঁধারে
বাজছে দূরে
হিমেল সুরে
শ্যামের বাঁশী
ঝিঁ ঝিঁ পোকা কনসার্ট গায় বন বাদাড়ে।।
আধো ঘুমে আধ খাওয়া চাঁদ তৃষ্ণা মাখে
মেঘের কলস
উপচে ধারা
আছড়ে পড়ে
শেষ শ্রাবণে মেঘকে দেওয়া কথা রাখে।।
সুখ জেগেছে সূর্য মেখে আজ সকালে
পাখীর ডানায়
রামধনু রঙ
আকাশ মাপে
মেঘ ছুঁয়ে থাক্ রোদের আঁচল তার খেয়ালে।