চলাচল
মণিদীপা সান্যাল
এখন আমরা কেউ কাউকে নুনের মতো ভালোবাসিনা
যাকে ছাড়া স্বাদ চলে যায়
সেই তো পিছল জমি
অগুনতি মানুষের আগুপিছু বাড়
কিংবা প্রভাতফেরি
বর্ণাঢ্য চলাফেরা
ঈশ্বরীয় দূরত্ব মেনে
সঙ্গে আছি বন্ধুরা
যদিও আমরা জেনে গিয়েছি
যাওয়া ও আসার মাঝখানে
নাতিদীর্ঘ গুনতির পথ
একলাই চলতে হয়।
চমৎকার মণিদীপা দি।সবই বর্তমান।মন ছুঁয়ে গেল।