মিনতি করি তোয়
মীরা মুখোপাধ্যায়
আমি তোমার কাছে থাকতে এসেছি মাধব
তোমার এই মথুরানগরে,
আমাকে ফিরিয়ে দিও না !
এতটা পথ ছুটতে ছুটতে হাক্লান্ত আমি
গলা শুকিয়ে কাঠ
সূর্য পাখসাট মেরে নেমে এসেছে রক্ত শুষে খেতে।
সেই কোন শেষরাতে ব্রজ ছেড়ে রওনা দিয়েছি….
‘কন্টক গাড়ি কমলসম পদতল ‘
দেখো কতো রোগা হয়ে গেছি !
হাঁটু অব্দি ধুলো, সরগুজার গোড়ায় লেগে
ক্ষত বিক্ষত পা, রক্ত ঝরছে
আগে হলে এই পা কোলে তুলে
হরিদ্রা ও ইঙ্গুদী তেলের প্রলেপ লাগাতে তুমি !
আজ আমার ফেরার কোন পথ নেই
নিন্দা ও ধিক্কার আমি আর সইতে পারি না….
‘ বহুত মিনতি করি তোয় ‘
কিচ্ছু চাই না ,শুধু
মথুরার এক কোণে পড়ে থাকবো,
মৃত্যু না আসা অবধি
আমাকে ফিরিয়ে দিও না মাধব…..
আহা ! চমৎকার !