শরতে
চিরশ্রী দেবনাথ
আকাশের নীলসাদা রঙ দেখলে বাড়ির কথা মনে হয়
বিচ্ছেদের পরও আচ্ছন্ন হয়েছে শুভ্রতা আরো একবার
বর্ষার সম্মোহন ছেড়ে কাদামাটি চিড়ে দিয়েছে বুক
কুয়াশার ঘরবাড়িতে ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর নিশি ডাক
অমাবস্যার জমকালো সাজ ডেকে আনে যত পথিক
আর গুঞ্জন ছড়াতে পাখিদের ডেকে নেয় ছাতিম গাছ
তেলেভাজা ও অগরু গন্ধে অবধারিত ভালোবাসায়
শেষ অশ্রুবিন্দু ছুঁয়ে, শুধু বিষণ্ণতাই পরে থাকে নিচে
দুপুরে মাঠভরা ধানে ঠোঁট ছুঁয়ে উড়ে গেছে কাক
খাবারে চোখ দিতে, তছনছ করতে ফসলের দেহ
তাদের বুকেও যেন বাজে কৃষকের ক্ষতি, প্রেমিকের মতো
পিচরাস্তায় উড়ে যাচ্ছে ছেঁড়া কাগজ..ভাদ্রের চিঠি
এসো তবে শরৎ, তোমার জন্য এই ধুলোমুখ, মৃতস্বপ্ন
হৃদয় মথিত করে শঙ্খধ্বনি দিও… হে সমুদ্রসম ব্যথিত পুরুষ

আকাশের নীল সাদা রঙের কথা সব ভুলিয়ে দিয়েও কিছু রয়ে যায় পলিমাটির মত। ধন্যবাদ।