কবিতাঃ নিদ্রা – চিরঞ্জীব হালদার ( কলকাতা)

নিদ্রা
চিরঞ্জীব হালদার

একজন ধর্মযাজক যখন গোসল করতে ঢুকবেন।

দক্ষ বাইসাইকেল চোরকে বলা হবে
চুরি ও রগড় মধ্যবর্তী ফাঁক পুরনের জন্য
তার ক’জন সহকারী দরকার।
আমআদা আর সূর্যমুখীর কোন ভূমিকা থাকবে কিনা।
প্রবাহিত জলে যে অপদেবতার বসত তার নৈঋতে
এক খিলান ক্ষেত্রে ভ্যান গগের পাতানো দাদা
পর পর রং সাজিয়ে বসে থাকেন দিবারাত্র।

পাদ্রী আর ভ্যান এর মাঝখানে যে নোম্যানস ল্যান্ড
সেখানে এক পতিতা নাসাগর্জন পূর্বক নিদ্রাকাতর।

শেষ বিকেলের সিলুয়েটে এরা সবাই স্থির চিত্রের মত
তার নিদ্রাপাহারাদার।
বহুদূর থেকে আমি তার জন্য ঘুঘনি ব্যবসায়ীর
পাঠানো রুমাল ।
আমাকে মার্জনা করবেন আমি এর বেশী
অবর্ণনীয় সত্যের কিছুই জানিনা।

One thought on “কবিতাঃ নিদ্রা – চিরঞ্জীব হালদার ( কলকাতা)

  1. মনে রাখার মতো। ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *