অপেক্ষা
চন্দ্রানী গোস্বামী
প্রাচীন আত্মার মতো সুবর্ণরেখার পাশে গিয়ে বসি….
ভাবি কতকিছু সে দেখতে পায় না,
সূর্যাস্তের লজ্জা কিংবা মাঝরাতে সিকি চাঁদের লাজুক হাসি….
খানিক এলোমেলো ঝরা শ্রাবনের আলুথালু বাতাসে নদী আমার নাম ধরে ডাকে….
ঠিক যেন মায়ের ডাক ।
ঢেউ ভাঙ্গা কলোচ্ছাসে আর ফিরতে পারি না….
মমতার বুকে ঠোঁট দিয়ে একটু একটু করে জুড়তে চায় এক অপত্যের সেতু,
শরীরের গভীরে ছেয়ে থাকা নিঃসঙ্গতা ভাবে
আরও একখানা নিবিড় ডাক দিলে সব কিছু ছিঁড়ে ফেলে চলে যাওয়াই যায়….
হাতড়াতে থাকে অরুন্ধতী নক্ষত্রের মতো শৈশব আর অপেক্ষা নিরাময়ের অনন্ত সময়……….।
অপত্যের সেতু চিরন্তন থাকবে। ধন্যবাদ।
ঢেউ ভাঙ্গা কলোচ্ছ্বাসে আর ফিরতে পারি না .…..। বাঃ। ধন্যবাদ।