আশ্বাসের পুঁথিশালা
বাসব রায়
একটা বারুদসময় বিকেল
দুঃসংবাদ কাঁপানো অন্তর
আমি তুমি সহ ওরা ঠিক আছিতো-!
ঠিক নেই কিছুই
অগোছালো গোলাপজলে ভিজেছে মাটি
পাথুরে মাটির গায়ে শুকনো রক্তের দাগ
দুঃস্বপ্নের অক্টোপাস ভরসাহীন –
চিতোররানীর ব্যর্থ চেষ্টা
সব বন্ধন পেরিয়ে গোলাবারুদের স্তূপ
পৌঁছে গেছে শত্রুর শিবিরে –
দুর্গন্ধের আতরে বগলের তামাটে ঘামে
আঁষটে গন্ধ
একটা জ্যোতির্ময় কেউ আসুক
আশ্বাসের পুঁথিশালে গোল হয়ে বসি সকলে
শুরু হোক আবার বর্ণপরিচয় ৷
অবেক্ষণ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই
আশ্বাসের পুঁথি শালা আমাদের বেঁচে থাকার এক সুখস্বপ্ন। কবিকে অভিনন্দন।