শেষমেশ
মলয় চৌধুরী
যা পারো নিয়ে যাও
না পারলে হতাশ ফেলে যাও
খেয়ালে।
সুখটুকু পড়ে থাক
অন্যান্য আসবাব নিয়ে মাটির ঘরের
দেয়ালে।
অচেনা মুখের ভীড়ে
মিশে যাও পরিচিত দিন ও রাত
হারিয়ে।
নিজের হাতের লেখা চিঠি
নিজের ঠিকানায় দেব
পাঠিয়ে।
এখন একলা হব
কথা নয় খুঁজবো সাজানো মুখের
আদলে।
ভাষাহীন কত দানপ্রতিদান
জীবনের শেষ রাস্তায় এসে
হারালে।
তুমি শেষমেশ
অন্ধই রয়ে গেলে।।
খুঁজবো সাজানো মুখের আদলে। বাঃ। কবিকে শুভেচ্ছা জানাই।
প্রণাম।