কবিতাঃ স্বগতোক্তি – অনিন্দ্য গোস্বামী

স্বগতোক্তি
অনিন্দ্য গোস্বামী


গুজব গেঁথে গান শোনায়
শুক সারি তাই ইনাম পায়
ট্যাঁকের কড়ি কানা হয়
যাত্রা পার্টি দেশ চালায়।

দেশের রাজা অল্প দামে
ভর্তুকি দেয় টেলিকমে,
বিদেশ থেকে বণিক আনে
রাখতে বাজার নিয়ন্ত্রণে।
তবুও কেন ভারতগণে
নালিশ করে রাজার কানে?
মানুষ কেন আন্দোলনে
দাম বাড়লে ইনফ্লেশনে?
ধনীর পকেট গরম বলে-
আগুন দামে ভরছে থলে,
বাহুবল আর চুরির ধনে
তারাই বাঁচবে বিবর্তনে।
টাকার থেকে ক্ষইছে ভ্যালু
তাই না জমায় স্যুইস কোষে,
সেসব ন্যায্য মানী চোরের
সম্মান নেই আমার দেশে?
তারা যেমন লুকোয় টাকা
রাজা তেমন লুকোয় তাদের।
এমন মহা লুকোচুরি
কে দেখেছে কোন মুলুকে?

আমার হোক স্বগতোক্তি
ব্যবস্থার পক্ষে যুক্তি-
“সংবাদ হোক বৈদ্যুতিনে,
কখনোই নয় সংবেদনে।
মনাঞ্চলে ক্ষণিক মাত্র,
প্রক্ষিপ্ত যা তড়িৎ চিত্র,
বিষন্নতার কারণ ঘটায়,
খবরে তা এমনই রটায়।

2 thoughts on “কবিতাঃ স্বগতোক্তি – অনিন্দ্য গোস্বামী

  1. চমৎকার । এমনটাই তো চলছে এখন।

  2. ভীষণ সুন্দর লেখা। সত্যিই স্বগতোক্তি ছাড়া আর কিছুই করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *