স্বাধীনতা দিবস
স্নেহাংশু ভট্টাচার্য
স্বাধীনতা তুমি আমার জন্যে,
তোমার জন্যে কি?
আজও পরাধীন ভারতবর্ষ,
শেকল বাঁধা পাখি।
ক্ষুধা পেটে শিশু পথের ধারে,
ভিক্ষার বাটি হাতে।
সেতো বোঝে শুধু স্বাধীনতা মানে,
থালা ভরা ভাত পাতে।
বাকস্বাধীনতা লুণ্ঠিত হয়,
প্রতিবাদী কণ্ঠে।
তাইতো আমরা আজও পরাধীন,
শোষণের যন্ত্রে।
নেতাজি,ক্ষুদিরাম, ভগৎ সিং এর-
স্বপ্নের স্বাধীনতা।
পূর্ণ হলনা স্বপ্ন তাদের-
দেশের অখন্ডতা।
ধর্মের নামে টুকরো করেছে,
দেশটাকে বারেবার।
বিভেদের বীজ ছড়িয়ে গিয়েছে,
ইংরেজ সরকার।
তারা চলেগেছে, তবু কেনো আজ-
ধর্মের ভেদাভেদ?
চলো করি আজ নতুন প্রয়াস,
বিভেদের উচ্ছেদ।
আজ শুভ ক্ষণে স্বাধীনতা দিনে,
পতাকা উত্তোলন।
হাতে- হাত ধরে একসাথে বলি,
বন্দে- মা-তরম।।
খুব ভাল।