এক চিলতে আলো
বাসব রায়
পথিকের জড় অনুভূতিতে পরিপূর্ণ জ্যোৎস্না কেমন ঘোর অন্ধকারে ঠেকে
চেতনার চারপাশে জাল বুনে রেখেছে একটা বুড়ো মাকড়সা
নিম্নগামী দৃষ্টিপথে সূর্যালোক প্রবেশ করেনি কখনও
বিষমাখা শরের জ্বালায় ক্ষতবিক্ষত অন্তর্দেশ
মুহূর্তের পর মুহূর্ত জটিল ফাঁদে আটকে যায় বোধের পা
চক্রব্যূহে আবদ্ধ বিবেক মুক্তির সন্ধান করে
অভিমন্যু শেষ সূর্যাস্ত দেখতে পায় না
আহত শ্রোতা তথাপি একচিলতে আলোর পথে পা বাড়ায় – ৷
গভীর বোধ। অসাধারণ। অভিনন্দন।