চৈত্রের সংলাপ || জয়ন্ত চট্টোপাধ্যায়
১.
শুকনো পাতার অবজ্ঞায় উড়ছে
খড়ের দাহ্যতা অনিবার্য বিভূতি মাখা
শিব পার্বতীর ভ্রূভঙ্গের অপেক্ষায়।
২.
মূলের রসায়ন থেকে পাতার আয়না
বৃক্ষজুড়ে শুধু দধীচির মুখ।
৩.
ডাকটুকু জিভ আর ঠোঁটে বেঁধে
সময়ের খোঁজ
ওরা ঠিক জানে কার কাছে কোন সুর বাজে।