কবিঃ অরিন্দম মুখোপাধ্যায়
কাঁপে কাগজ প্রজাপতির পাখা
বাঁধভাঙ্গা উত্তজনার পরে দ্বিধাগ্রস্ত আশা
প্রথম চুম্বনের রাত, কাঁপে
দূরভাষে যে উচ্ছ্বাস দেখিয়ে ছিলে
শীঘ্রই তরুনী বর্ষা আছড়ে পড়বে, হৃদয়ে
অতএব এটা কোনো মজার জন্য ছিলনা
একটি হাসি জন্য অথবা একটি হত্যা জন্য। না তাও ছিল না;
আমরা সবাই যে যার মতো নেশাগ্রস্থ
একটি মাতাল চুম্বন
তবু তার জন্য কেউ কেউ অপেক্ষা করে আজীবন
প্রেমময় স্পন্দন ঈশান-কোণে
কখনো যদি কোনোদিন ফিরে আসে
সে যেন কার দেওয়া মান্ধাতার আমলের আমার দূরভাষে
গ্রীষ্মের শেষ চিঠিতে কয়েকটা বৃষ্টির ফোঁটা আছড়ে পড়বে
তবু কাগজের প্রজাপতির কাঁপতে থাকা পাখা
ডুবন্ত শব্দের তরঙ্গে দ্বিধাগ্রস্ত অথচ অস্থির
খুব ভালো লাগল।