ঘরবন্দীর কবিতা-৩
দয়াময় পোদ্দার
রাত করে রাস্তার টাইমকলে জল নিতে আসছি,
তখন কোন ভিড় থাকেনা,
চোরাটান চোখের কাকিমার
তাকানোর ছোঁয়া লাগবারও কোন সম্ভাবনা নেই।
জানলায় দাঁড়িয়ে পাশের বাড়ির জানলাকে
বিপ্লব শোনাই,
কতজন মরলো জেনে নিয়ে গরীব মানুষদের
লকডাউনে ক্ষতির কথায় নিম-হুতাশ করি!
আত্মতৃপ্তি-ছুপানো রতিসুখে গুলে নেওয়া,
জন্ম-মৃত্যু এখন লুকোচুরি খেলছে
জল পড়ার শব্দেও আৎকে উঠে
নিজেই নিজের থেকে দূরত্বে রয়েছি!