বৃষ্টি
মাসুদুল হক
এ দেশে বর্ষার সঙ্গে ঘরের সম্পর্ক আছে জেনে
আমি বৃষ্টির ধরন নিয়ে ভেবে থাকি
বৃষ্টি, কমপক্ষে চৌষট্টি কলায় ঋদ্ধ
টিনের চালে প্রতিবার একেক কলায় নেচে ওঠে
বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে নৃত্যের মুদ্রা সাজায়
বজ্রের মুখে কান্নার আওয়াজ তোলো
জলাবদ্ধ পুকুরে বৃষ্টি আলতো পায়ে নাচে
জলাভূমিতে গতির মুদ্রায় নদীর দিকে ছোটে
নদীতে মন্থর গতিতে এলিয়ে পড়ে জলের বুকে
সমুদ্রের ঢেউয়ে বৃষ্টি অদ্ভুত নটরাজ
পাখিদের গায়ে বৃষ্টি নেচে ওঠে নিঃশব্দ আওয়াজে
রোদের পিঠে বৃষ্টিকে ঝংকার তুলে পড়তে পড়তে
কত্থক নৃত্যে হাসতে দেখি
এদেশে একেক বর্ষায় বৃষ্টি
ভিন্ন ভিন্ন মুদ্রায় নেচে ওঠে
বৃষ্টির চৌষট্টি কলা ও নিজস্ব মুদ্রার পাশাপাশি
অসংখ্য ডানাও আছে!
সুন্দর কবিতা।
বৃষ্টির এমন সুন্দর দর্শন অপূর্ব।
খুব ভালো লাগলো