আমার দাদা পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য
সাবিত্রী কাহালি
আমার দাদা ২/৬/২০২১ আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে!! অমৃত ধামে!!আর কোনো দিনও তাঁর কাছে বসে তাঁর বাণী শুনতে পাবোনা! এটাকে কি বলবো? নক্ষত্র পতন হলো!! তাঁর মহাসমুদ্রের মতগুণাবলীর ভান্ডারের কথা আমি কি বলবো? সারা বিশ্ব জুড়ে তাঁর নাম,ডাক,যশ!! চলমান বিশ্ব কোষ বলতে দ্বিধা নেই!! শিশুর মতো সারল্যে ভরা মন ! মাতৃ হৃদয়ে ছোট ভাই বোনদের দেখা,এ সবই আমি আমার বড় দিদিদের কাছে শুনেছি। আমরা তেরোজন ভাইবোনের মধ্যে চার ভাই এবং নয় জন বোন। দাদা সকলের বড়। দাদা আমাদের মধ্যে নেই একথা মানতে পারছিনা। আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। অনেক কথা মনের মধ্যে তোলপাড় হলেও কিছু লিখতে পারছিনা।
২০১৯ এর ৩০শে ডিসেম্বরে আমার দাদাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্বর্ধনা প্রদান করা হয়। সেই সময় দাদার ঐ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে আমি ও আমার রাঙাদি (জয়ন্তী সান্যাল) নিজেদের ধন্য ও গর্ববোধ করেছি।


এ সবই এখন শুধুই স্মৃতি!!এই স্মৃতি বিজড়িত দিন গুলো কে আমার মনের মনিকোঠায় সযত্নে আগলে রাখবো অবশিষ্ট দিন,মাস, বছর গুলোকে!
শ্রদ্ধা জানাই
যথার্থ।
প্রণাম।
ভালো লাগলো
এই লেখা ও ছবির গুরুত্ব অপরিসীম। এমন শতবর্ষে দেশান্তরের দীর্ঘ যাত্রার দৃষ্টান্ত মানব সমাজে বিরল।
যথার্থ।
Valo laglo.
Khub valo laglo