তোমার ছায়ায়
অমিত মজুমদার
প্রতিটা দিন বুকের মধ্যে তুমিই থাকো রবীন্দ্র
কিন্তু আজকে নাচ দেখালো মন্দাকিনী গোবিন্দ
ওদের বাড়ি পাশের পাড়ায় বস্তি ঘরে, বাঁচতে চায়
পেটের দায়ে মঞ্চে উঠে হিন্দি গানে নাচতে যায়
নাচ ছাড়া এ রাজার উঠোন বেঁকবে জানতো নন্দিনী
সেই তো মন্দাকিনীর সাজে থাকতো ঘরের বন্দিনী
বাইরে আসতে দোসর হলো বাঁশির ছন্দ ভোর নিয়ে
নতুন করে বাঁচার লড়াই শুধুই মনের জোর দিয়ে
জল তোলো গো ঘাটের পাশে ঘড়ায় রাখো খরার ঋণ
গোবিন্দ হোক বাঁশির সুরে কদম ঝরে পড়ার দিন
আজও এদের পেটের টানে কিশোরকুমার ভাগ বসায়
দেশের যত শিক্ষিত লোক এসব দেখলে রাগ খসায়
এদের প্রেম তো অচ্ছ্যুত সব ভদ্র ভাষায় যা বন্য
কিন্তু কোথাও হার মেনে যায় সত্যি অমিত লাবণ্য
ভালোবাসতে জানলে প্রেমের সুধাও পারে আনতে সেই
সবাই বলে ওদের দু’হাত মোটেও ধরে টানতে নেই
অসামাজিক নামেই হয়তো গল্প ওদের গল্প নয়
সব প্রতিভা নিয়েও ওদের পাঠক পাওয়া অল্প হয়
তুমিই ওদের জায়গা দিও না দেয় যদি অন্য লোক
গোবিন্দ আর মন্দাকিনী তোমার ছায়ায় ধন্য হোক ।
কি সুন্দর আঁকলেন বাস্তব চিত্র। দারুণ লাগল।