আইসোলেশন
শুভাশীষ দত্ত
চ’লে যায়, চ’লে যাওয়ার খেলা
মুঠি শিথিল, ঝ’রে পড়ে বেলা
নিকুঞ্জে স’রে যায় ছায়া
জানালায় কালো রাতের কায়া ;
ঝোড়ো ধুলো ঘূর্ণিপাক
বলে এসে – ব’সে থাক
এইভাবে একাকী নিরালা।
সময়ের ছুরিকাহত দিন যায়
রক্তাক্ত প্রাণের গাদায়
কারা ধরায় বীভৎস আগুন ;
আমি বসে দেখি তা-ই
কোনো কাজকর্ম নাই
মস্তিষ্কে শকুন পাক খায়।
মড়া পড়ে আছে চারিপাশে
বিবর্ণতা কচি ঘাসে
মাথা ঘোরে মৃত্যুর খবরে।
আশাবাদী ভাবনা আজ
বেছে নেবে কোন সমাজ
কে তাকে চাপা দেবে কবরে।
তাই নিয়ে কাব্য ভেজে
দিন আর চলে না তো
কার কাছে চুপ করে বসি যে !
তুমিও আমার মতো
সময়ের ছুরিকাহত
ফুসফুস খোঁজে কোন অক্সিজেন !
বাহ খুব সুন্দর লেখা।