বেমুখ
অনিন্দ্য গোস্বামী
পরের কাছে জাহির করে,
বাড়বে জওহর ভাবছো মনে?
সম্পদ যা আছে তোমার
বাড়বে শুধুই সম্পাদনে।
পরের খাপের মাপে এঁটে
নিজের যারা মূল্য পায়,
তাদের আছে আয়না বিনে
বেমুখ হওয়ার আজব ভয়।

সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
পরের কাছে জাহির করে,
বাড়বে জওহর ভাবছো মনে?
সম্পদ যা আছে তোমার
বাড়বে শুধুই সম্পাদনে।
পরের খাপের মাপে এঁটে
নিজের যারা মূল্য পায়,
তাদের আছে আয়না বিনে
বেমুখ হওয়ার আজব ভয়।
আহা ! চমৎকার।
খুব ভালো লেখা।