নববর্ষ
শারমিন সুলতানা রীনা
বৈশাখ মানে নববর্ষের
প্রথম সূ্র্যোদয়
দুঃখ বেদনা দুর করে হোক
পৃথিবীটা সুখময়।
বৈশাখ মানে আমের মুকুল
শাখায় শাখায় দোল
মিষ্টি আবেশ মাখা পাখির
কহু কুহু বোল।
বৈশাখ মানে বাউল সুরে
গানের নিমন্ত্রন
শহর নগর গন্জের মেলা
কাড়ে সবার মন।
বৈশাখ মানে রমনায় বসে
পান্তা ইলিশ খাওয়া
জাতি -ধর্ম – বর্ণের যতো
বিভেদ ভুলে যাওয়া।
বৈশাখ মানে বাতাসা নাড়ু
মুড়ি খইয়ের ধুম
আনন্দ কখন কেড়ে নেয়
সকল চোখের ঘুম।
বৈশাখ মানে ভাবনা ছাড়া
কোলাহলময় দিন
তাইতো সবাই এক সাথে হই
ভালোবাসায় বিলীন।।।
খুব ভালো