চিঠিপত্র
বনমালী নন্দী
মেঘ বিদ্যুৎ পাট করি আনলায়
শরীর এক ডাকঘর
নিষ্ঠুর শিকড় চৈত্রের বাগান অন্য স্রোত লিখে
চিঠিপত্রের আয়ু পথ
লিফাফা একটি ধূলো পথ
মাথা হীন বাঁচা
কঙ্কালের শব্দ অক্ষরের শবঘর
পোকা মাকড় খেয়ে ফেলে রক্তমাংস
আয়না যত ই পুরনো হক চেনায় অবক্ষয়
ঘাড় বাঁকিয়ে দুঃখেরা শুনে মুজরা
নিঃশ্বাসের দরবারি
চাষার ছেলে কাদামাটির হৃদয়
গঙ্গা জলে ধুয়ে নি অভাব
যন্ত্রনার আত্মীয়দের
সংসার সম্পর্ক অরণ্যের পর্দা
লাগানো জানালা
আপনজন মারা গেলে ফুল মিষ্টি সঙ্গে সাত্ত্বনা নিয়ে হাজির শিক্ষিত ক্যালচার
মিশরের পিরামিড পথ পেরিয়ে
সম্পূর্ণ ক্যানভাসে আঁকি মৃত্যু
প্রেম ও সারসের লম্বা গলার
তৃষ্ণা কুড়িয়ে রাখে জলের ছায়ার
সাগরের বুকে লুকিয়ে রাখে গোপন জল
নুড়ি জমানো ইচ্ছে গুলি
কলমদানিতে পেন্সিল আকাশ
তবু ও চিঠিপত্র এলে
ছুটে যায় বারান্দার দিকে
জ্যোৎস্নার জোয়ারে