কবিতাঃ ঘটনা – অনিন্দ্য গোস্বামী(পুনে, মহারাষ্ট্র)

ঘটনা
অনিন্দ্য গোস্বামী

আমার জীবনে দেখ
উড়ে আসে ঘটনা।
তাদের যাওয়া আসা
গুনে শুধু গণনাই হয়।

অকারণ ঘটে যাওয়া সব-
জুড়ে জুড়ে শুধু,
জুড়ে যাওয়া হয়।
আমার গতি কি তবে-
বৈশাখী ঝড়ে
হেরে যাওয়া পাখি?
খেয়ালি বাতাসে
মিথ্যে ডানা মেলা?

তাই যদি হয় প্রভু,
ডানা কেন দিলে?
বাঁচতে শেখালে যদি,
শেখালে না কেন হারা?

জানালে না কেন মন্ত্রের মতো-
“দিয়েছি যা কেড়ে নেবো সব”।
কেড়ে নাও যদি তবু বোলো
কেন নিলে, নয়তো শেখাও-
দিয়েছো বা নিয়েছো যা
সবই অকারণে।

2 thoughts on “কবিতাঃ ঘটনা – অনিন্দ্য গোস্বামী(পুনে, মহারাষ্ট্র)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *