ফেরা ও বপন
দীপক মান্না
সেই কবে বিকেলের ফুল ঘোমটা টেনেছে
ফেরার প্রতিক্ষায় সাইবেরিয়া থেকে আসা পাখি,
শীতের শিশির ফিরিয়েছে মুখ অভিমান বুকে
গোধূলির তীরে বসে থাকি, ডাকি কেবলই ডাকি।
অন্তর, ঈশ্বর সৃষ্ট একপ্রকার চির উর্বরা জমি
যেখানে, বিষবৃক্ষ ও সঞ্জীবনী একসাথে জন্মায়
কখনও পাত্র ভরে দেয় অমৃত কখনওবা গরল
জানিনা, কে যে কখন অদৃশ্য বীজ ছড়িয়ে যায়।
অপূর্ব