শরীর ছোঁয়া আলো
সাত্যকি
ভাঙতে ভাঙতে এসেছি অনেকটা পথ
তারপর থেকে হারিয়ে যাচ্ছে আলো
পথ ভাঙছে কি জানি না,
বুঝিনি তোমার চোখের ইশারাগুলো
ঠিক কি ছিল তোমার চোখের ভাষায়
এখন খানিক আওয়াজ আসছে ভেসে
কোথাও কি একটা ভেঙে যাচ্ছে যেন
আমার এই ভেসে যাওয়ার আগে
খাদের অতলে নুইয়ে পড়ার আগে
তোমার পায়ের কাছে ছড়িয়ে পড়ুক
রক্তকরবীর শরীর ছোঁয়া আলো
ভালো কবিতা