কবিতাঃ তোমার প্রণবে – চন্দন আচার্য

তোমার প্রণবে
চন্দন আচার্য

তখন স্ফীতির যুগ মহাতাপ নেহ
কিছুটা সময় পরে নেমে এল তারা
ভীষণ গতিতে ছুটে কায়াহীন দেহ
শরীরে আনল কিছু ভরহীন যারা ।
তখনও ছিলাম আমি তোমার শরীরে
প্রেমময় মায়াময় তনুদেহ সারা
কণার হৃদয় নীড়ে ওম্ ছিল ঘিরে
প্রসাদ এনেছে যেন মহাকাল ধারা ।
ধীরে ধীরে গড়ে ওঠে কোয়ার্ক প্রোটন
অবশেষে পরমাণু কালের প্রবহ
যদিও হয়েছে তার সময় ক্ষরণ
তবুও এসেছে ধীরে প্রাণের আবহ ।
আমাকে জাগাও প্রিয় তোমার প্রণবে
চিরকাল থাকি যেন ওঙ্কার আণবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *