যাও পাখি
চিরঞ্জীব হালদার
লার্ক পাখির মতো।
অবগুন্ঠিত বন্দর তার
এক একটি পালক।
খসে পড়ে জলের গোচর।
তেমন জাদুবয়ান নও।
তোমার আজ্ঞাবাহী যাত্রাপথ
করুণ ফুলের গুনগানে চেয়ে থাকে।
রোদের অস্ফুট সংলাপ মাতৃসদনে ঢুকে পড়লে
বেদগানে ভিজে ওঠে চরাচর।
যাও পাখি শূন্যতা জয় করা ক্রান্তদর্শী দিন
ঠোঁটে নিয়ে ফিরি করো
ভাসমান মঙ্গল।
আমরা বাহক মাত্র।
এসো খোদিত হও সলাজ সদন।
খুব সুন্দর কবিতা।