সময় যখন পেরিয়ে আসে দ্বিধার সেতু
অনুপম দাশশর্মা
পৃথিবীর দীর্ঘতম সেতু হেঁটে পার হলে
পিপাসার সাথে দেখা হয়ে যায়
অর্জিত ধারণাগুলোকে তখন কেমন
ফ্যাকাশে হতে দেখি
যা ছিল ব্যক্তিগত, পার্কার পেনের মত
আদুরি, স্পর্শের মাদকতা,
পড়ে আছে বিভ্রান্তির পথেঘাটে
সেতুর শেষ প্রান্তে দেখছি
সৌজন্যের হাত বাড়িয়ে আছে
আবহমান তৃষিত উদাসীনতা সর্বাঙ্গে মেখে
এই অবিরল প্রবাহ, এই অনির্বাণ শান্ত দীপ্তি
ভেসে কী যাবে খর সমীরে?
অনর্থক প্রশ্ন নয়, সময় ডেকে নেবে পরিশ্রমী
বাঙময় প্রভাতকে।
খুব ভালো লাগল।
সত্যি, সময় ডেকে নেবে পরিশ্রমী বাঙ্ময় প্রভাতকে। বেশ লাগলো।