একুশ আমার ভালোবাসা
শারমিন সুলতানা রীনা
একুশ আমার ভালোবাসা
একুশ আমার প্রাণে
একুশ মায়ের মুখের ভাষা
তাই গেয়ে যাই গানে।
একুশ আমার বর্ণমালা
একুশ মুখের হাসি
একুশ মানে সুখের পরশ
স্বপ্ন রাশি রাশি।
একুশ মানে রাতের শেষে
সূর্য ওঠা আলো
একুশ মানে বাঁধ ডিঙিয়ে
দীপ্ত শিখা জ্বালো।
ভাল লিখেছেন। একুশের শুভেচ্ছা নেবেন।