হরফ
সৌমী চক্রবর্তী
একটি নিখুঁত আত্মহত্যা
প্রতিদিন; প্রতিনিয়ত
ট্রেনে বাসে ফেরি করা বিজ্ঞাপনের কাগজ
দলবল বেঁধে ই,ঈ ,র,ড়-রা ডিগবাজী খায়
সামাজিক মাধ্যমের দেয়ালে দেয়ালে।
পিঠ ঠেকে গেছে ,
উদ্ধারকর্মীর অপচেষ্টা
অপব্যয়ে রূপান্তরিত হয়
উদ্দিষ্ট্য ব্যক্তির অনীহা-বিরক্তি-স্বেচ্ছাচারীতার পরতে পরতে।
কতশত বাজিকরের জাদুর এলেম
ধুলোমাখা পুঁটলির মধ্যে অন্তর্নিহিত আজ,
চমক জাগানো রত্নখনির চারিদিকে প্রহরীর অন্তর্ধান
বিনানুমতিতে মেঠো পথে দাপাদাপির অ-লিখিত নিয়ম,
তাই হত্যা নয় স্ব-ইচ্ছেয় বর্ণমালার সুতোয় ফাঁস আটকানো
একেবারে নিখুঁত ভাবে।
চমৎকার হয়েছে
অনেক ধন্যবাদ আপনাকে….🙂💐
খুব ভালো।