ক্ষয়িষ্ণু দিনের শপথ
শুভাশীষ দত্ত

এক ক্ষয়িষ্ণু দিনের মধ্যে ঢুকে
আজও দূর নীলিমায়
দেখি, একটি পাখি কী সহজ
উড়ে গেল বসন্তের দিকে।
ওই পথ, বুঝি হারাবার –
কোথায় কোন একাকী প্রেমের মরসুমে
গান তার দিনে দিনে
নিভে আসবে – আলো ফুরিয়ে যাবে
চোখের, কোণে আঁধার জমাট বাঁধবে
এইসব ক্ষয়িষ্ণু ভয়াবহ দিনের !
তারি সংকেত আজ আমাদের
পলিটিকাল সমাজে সমাজে ;
লুকোনো নোখে
থাবা প্রসারিত করে আজ বাঘ,
হুংকার আড়াল রাখে সুমিষ্ট বচনে বচনে ;
অথবা খোলামেলাই
হুংকারে, প্রতাপে জনগণের রক্ত
আন্দোলিত করে ; ভাবে জনগণ
তারাও হবে এক একটি আস্ত বাঘ,
মানুষের মাংস চিবোবার
নিজের রক্তপান করবার আশ্চর্য জন্তু।
তবে এ বাঘ হল কেমনে !
এ কোন জন্তু আজ
মানুষের রক্তের ভেতরে জন্ম নেয় ?
একে ঘৃণা করবার রুচিও যে নেই।
তবে, নোখ তার থাবা তার
চিরে দিতে চায় যত ইতিহাস
যত ভিত্তি সব গোড়া থেকে উপড়ে ফেলে
ভাবে প্রতিষ্ঠিত ক’রে দেবে তার একমাত্র
জঙ্গলরাজ।
শিকলছেঁড়া পাখির সাথে সংগ্রাম তার।
জঙ্গলের জালে আবদ্ধ পাখির
হাওয়ার সংকেত বুঝে আজ
প্রয়োজন যথার্থ ডানা মেলবার।