গন্ধ
মহুয়া সমাদ্দার

ধোঁয়া ওঠা কফি কাপ নিজেকে
মেঘ ভাবতে ভাবতেই ঠান্ডা হয়ে
থমকে গেল বড় রাস্তার ধারে
নিতাইয়ের ফুচকায় তখন টকের চাইতে
ঝালের মন্দা বেশি
সম্পর্কের উষ্ণতায় রঙচটা গ্ৰিলের ওপর
ভরন্ত মাধবীলতার ছায়া কমলিকার
চোখের মায়াবী কাজল আঁকতে আঁকতে
ভুলে যায় অতীত , ঘাম , রক্ত , জটিলতা
অসম বয়সের দুষ্প্রাপ্য বন্ধুত্ব
একজনকে মা হতে শেখায়
আর অন্য জনকেও বলে মা হতে
কারণ, মায়ের হাতেই লেগে থাকে মেয়ের
এবং মায়ের গন্ধ একসাথে
ভাল লেগেছে।