দুর্বিপাকে
মীনা দে

আমারই ফুলবাগানে, মধুর গানে,মনই জানে
কেমন করে,
হারালো সাঁঝ বেলাতে,সেই খেলাতে,দৃষ্টিপাতে
ভুল বাসরে।
দেখেছি পরখ করে, ভালো করে,নেড়েচেড়ে
এপিঠ ওপিঠ।
হয়তো আগল খুলে,দুলে দুলে, মনের ভুলে
হয়েছি ঢিট।
ভেবেছি আর হবে না ,মন মানে না ,জানাশোনা
আবার হলো,
আবারও দুর্বিপাকে,নিশির ডাকে,পাকেপাকে
অগোছালো।