চোখ / চয়ন ভৌমিক

ঝিলের উপর অন্ধকার নেমে আসে।
উপচে পড়ে কাজলের পাড়।
দুটি পাখনার নীচে, নরম হয় মায়াবর্ণ।
দৃশ্যের আড়ালে স্টেশন ভাঙে।
রেললাইন মিশে যায় দিগন্তের
একলা বিন্দুতে
সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
ঝিলের উপর অন্ধকার নেমে আসে।
উপচে পড়ে কাজলের পাড়।
দুটি পাখনার নীচে, নরম হয় মায়াবর্ণ।
দৃশ্যের আড়ালে স্টেশন ভাঙে।
রেললাইন মিশে যায় দিগন্তের
একলা বিন্দুতে