কবিতা: চোখ – চয়ন ভৌমিক

চোখ / চয়ন ভৌমিক

ঝিলের উপর অন্ধকার নেমে আসে।

উপচে পড়ে কাজলের পাড়।

দুটি পাখনার নীচে, নরম হয় মায়াবর্ণ।

দৃশ্যের আড়ালে স্টেশন ভাঙে।
রেললাইন মিশে যায় দিগন্তের
একলা বিন্দুতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *