শেষ নেই
অনিন্দ্য গোস্বামী

দূরের কোনো শেষ নেই জানো?
চাঁদের ও দূরে আছে তারা,
তাদের ও দূরে আছে প্রেত।
প্রেতেরও দূরে আছে ভয়,
মৃত্যুর নানা ষড়যন্ত্র-
ঘিরে ধরে আমাদের খায়।
আরো বহু দূরে মনে হয়
‘সকলের সুখ’ অসুখে ঘুমায়।
কাছেরও কোনো শেষ নেই জানো?
পৃথিবীর কাছে –
ঘুরে ফিরে আসে ঋতু,
আমাদের আসে সুখবর।
আরো কাছে হতে চায় প্রিয়া,
আরো কাছে প্রিয়ার আদর।
তবু থেকে যায় কিছু ফাঁক,
তা ভরাতে অসীমের কাছে –
ধার করি সৃজনের ব্যাথা,
যা সব থেকে গভীর-আপন।
সেখানে পেতে চেয়ে, মানবী তোমার
বেদনার কাছে আসি,
জুড়ে দিতে অসীমে অসীম-
বেদনা বেদনায় ঢেলে দিতে।
অপূর্ব।
সত্যিই, শেষের সীমা এখনও অধরা। কাছেরও দূরত্ব কত আর কমবে ? অনন্ত অসীম অন্তহীনতার মধ্যেই আমরা আছি। থাকবোও অনন্ত হয়ে। কবিকে অশেষ অভিনন্দন।
ভীষণ ভালো লাগল। খুব সুন্দর হয়েছে।
👍