কান্তিময় ভট্টাচার্যের দুটি কবিতা

ভয় পেয়ো না
একবারও বলিনি । পরিক্রমণের পথ ভয়ঙ্কর
তবু সঙ্গে থেকো । কেননা ডানায় পরিযায়ী মেঘ
গর্জন শোনায় । যদি ভয় পেয়ে লাফ দাও
মাটিতে পাথর । পাথরকুচির মত রোদ্দুর
মাটিতে গড়াচ্ছে বরফ কৃষ্ণবায়ুতে উড়ে যাচ্ছে
জল ও ফেণা, হেঁটে যাচ্ছে হিমশৈল জলের উপর
একবারও বলিনি । ফিরে যাও, বরং
সঙ্গে থাকো । ছায়ার মত । গা ছুঁয়ে
গাধার গর্জনে ভয় পেয়ো না যেন
মরা ডালে
অকুস্থলে দাঁড়িয়ে পড়লো রোদ
সরেজমিনে ডানা গুটিয়ে পাখি
তুমি তখন দোদুল্যমান হাতে
নাকের উপর ঘোরাচ্ছ নাকছাবি
গন্ধ ছিল, সুগন্ধ নয় কিছু
বুনো পাতার যেমন গন্ধ থাকে
সন্দেহ তো ছিলই সবার চোখে
কে হারালো মেজাজহারা পাকে
খোঁজো খোঁজো ভাল করেই খোঁজো
পালাতে যেন না পারে এখনো
মরা ডালে আফোটা এক কুঁড়ি
চেঁচিয়ে বলে, ফুটবো না কক্ষনো
প্রচন্ড ভালো লাগলো। শুভেচছা।
খুব ভালো লাগলো।