মণিপুরী কবিতাঃ ভাবানুবাদ : রাধাকৃষ্ণ (রাধু) গোস্বামী

মণিপুরী কবিতা : মায়ের মন্দির / ই নীলকান্ত সিং
ভাবানুবাদ : রাধাকৃষ্ণ (রাধু) গোস্বামী

ও আমার ভাইয়েরা
তোমরা কি এতো খোঁজাখুঁজি করছ
পাহাড়ে উপত্যকায়
বাতাসে ঝড়ে শীতের মধ্যে
চাবি ?
মায়ের মন্দিরের চাবি ?
তোমাদের গাল বেয়ে ঝরছে অশ্রু
চলতে চলতে ক্ষত বিক্ষত
খুঁজতে হয় আরো খোঁজ
চাবি মায়ের মন্দিরের।

সেতো ঐ ভেতরে
মন্দিরেই হয়তোবা রয়ে গেছে
দরজা খোলা কি সহজ হবে ?
দরজা ভাঙ্গাও কঠিন এখন
পরতের পর পরত জমেছে
শতাব্দীর পর শতাব্দী ধরে
আমাদের মন্দির মায়ের।

(মণিপুরী ভাষার এই কবির জন্ম ১৯২৮ সালে। তিনি একজন সাহিত্য আকাদেমি কর্তৃক পুরস্কৃত কবি।)

3 thoughts on “মণিপুরী কবিতাঃ ভাবানুবাদ : রাধাকৃষ্ণ (রাধু) গোস্বামী

  1. ভারতীয় সাহিত্যের অনূবাদ যত বেশি হবে জাতীয় সংহতির বার্তায় ভারতের মানুষ আরো বেশি সচেতন হবে। আজ এই সচেতনতা বড় প্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *