কবিতাঃ বিশ্বাসের হাত – জয়ন্ত বাগচী

বিশ্বাসের হাত
জয়ন্ত বাগচী


তোমার বিশ্বাসের হাত আমার হাতে
যেখানে অনেক ইতিহাসের টুকরো
ধারালো কর্কশ ও মসৃণ
সেখানে হাত রাখা নিরাপদ নয় জেনেও
ফিরে আসিনি বিনম্র গলিপথে ।
স্বর ওঠে স্বর নামে অক্ষরবৃত্তের মাত্রায়
সদ্য শোভিত কেশরাশি আন্দোলিত
মাতৃ বন্দনার রূপ চোখের সামনে
ভাবনার সমুদ্রে নিতান্ত অসহায় ।
জ্বলন্ত মশালের অগ্নিময় দীপ্তি
সব কিছু উড়ে যায় মেঘের ঊর্দ্ধে
বিশ্বাসের হাত দীর্ঘ থেকে হয় দীর্ঘতর
ধারালো কিছুতে ছিন্ন হতে চায় ।
তবু তো পারিনি তাকে ছেড়ে দিতে
বলতে পারিনি কোনদিন মিষ্টি শুভরাত্রি
সেখানে অসংখ্য চোর কাঁটা বিদ্ধ করে —
তাই কিছু বলতে চেয়েও বলতে পারিনি ।
বৃষ্টি ধৌত রাজপথে রঙিন আলোর প্রতিবিম্ব
দৃপ্ত পায়ে সামনে শুধু এগিয়ে চলা
পিছন ফেরার নেই কোন দায়
নিশ্চিন্ত থেকেছি এইটুকু ভেবে ,তোমার
বিশ্বাসের হাত আমার হাতেই বাঁধা ।

2 thoughts on “কবিতাঃ বিশ্বাসের হাত – জয়ন্ত বাগচী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *