কবিতাঃ কবিতা যখন- ফরিদ আহমদ দুলাল(ঢাকা, বাংলাদেশ)

কবিতা যখন


কবিতা কখন সদানন্দ সুশোভিত হয়ে যায়
কলহাস্যে কবিতা কখন গান গায়?
কবিতা কল্যাণকামী সমুদ্রাভিমুখী যদি হয়
মৃত্তিকার অন্তরাত্মা ছুঁয়ে সহিষ্ণুতা-প্রবচন কয়;
কবিতা বৃষ্টির বিশুদ্ধ-সুপেয় জল প্রার্থনায় তাকে পাবে
ডোবায় কেন সে যাবে? কেন পঙ্কে-কাদায় সাঁতরাবে!
ঘোলা জলে মাছ ধ’রে যারা মাছের ন্যায্যতা ভাঙে
বাতাসের সারল্যে দেয়াল তুলে আহাজারি করে যায়নি গাঙে
তারা পরিযায়ী-জ্ঞানপাপী, কবি নয়
কবির মুখোশ পরে করে অভিনয়;
‘চকচক করিলে হয়না সোনা’ জানে না এ গ্রামীণ সত্যের পরিচয়
সত্যালিঙ্গনে কূপমণ্ডূক-জন্মান্ধ শঠের ভয়
কূট তর্কে মজে ভাবে বিপুল বিজয়।
ত্রিকালদর্শী-মহর্ষি-ঋষি কবি সত্যের পূজারী
সহিষ্ণু মৃত্তিকা কবি আলোর দিশারী।
অবিচল সত্য প্রকাশে পরে না স্তুতির বল্কল
তোষামোদে-ভাঁড় নয় থাকে তার সত্যের সম্বল।
কাপুরুষ! যার সত্যের সমুখে দাঁড়াবার ভয়
মিথ্যার বেসাতি করে প্রয়োজনে লেজ নাড়ে
স্তাবকের জন্যে রাখে কড়ির সঞ্চয়।
ক্রীতদাস-স্পার্টাকাস কবি সিসিফাস
কবির খামারে মুক্তো নয় কেবল দ্যুতির চাষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *